বলিউডের অন্যান্য তারকাদের তুলনায় বর্তমানে আয়ের দিকে সব থেকে এগিয়ে আছেন অক্ষয় কুমার। করোনা মহামারির সময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ালেন তিনি। গৌতম গম্ভীর ফাউন্ডেশন নামের এক সংস্থাকে করোনার বিরুদ্ধে লড়তে প্রায় ১ কোটি ১৩ লক্ষ টাকা দান করেছেন। সংস্থাটি ভারতের হাসপাতালগুলোকে সহায়তা করছে। এই ফাউন্ডেশন টুইট করে তথ্যটি নিশ্চিত করেছে।
টুইটে বলা হয়েছে, ‘এই অন্ধকার সময়ে প্রতিটা সাহায্য একটু করে আলো নিয়ে আসে। ধন্যবাদ অক্ষয় কুমার, এই দুঃসময়ে জিজিএফকে দেয়া আপনার অনুদান মানুষের উপকারে আসবে। আমরা করোনায় আক্রান্ত দরিদ্রদের খাবার, ঔষধ আর অক্সিজেনের পিছনে এই অর্থ খরচ করব। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন।’
ফাউন্ডেশনের করা টুইটটি রিটুইট করে অক্ষয় কুমার লিখেছেন, ‘আসলেই ভয়ংকর দুঃসময় যাচ্ছে। এমন সময় আমি মানুষের পাশে দাঁড়াতে পারছি। এটা আমার সৌভাগ্য। এই মহামারি কাল দ্রুত শেষ হোক। সবাই নিরাপদে থাকবেন।’
উল্লেখ্য, বেশকিছু দিন আগে এই অভিনেতা নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।