আসছে বিনয়-বাদল-দীনেশের গল্প

এবার টলিউডে আসছে বিনয়-বাদল-দীনেশের গল্প।পরিচালক অরণ রায়ের ‘৮/১২’ ছবির মাধ্যমে ভারতের এই তিন স্বাধীনতা সংগ্রামীর কথা উঠে আসবে। কুখ্যাত লেফটেন্যান্ট কর্নেল সিম্পসনকে ১৯৩০ সালে ৮ ডিসেম্বর এই তিন তরুণ অভিযান চালিয়ে হত্যা করে। দেশের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন তারা। শেষে মাতৃভূমির জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে শহীদ হন তারা।এই তিন শহীদের আত্মত্যাগের ইতিহাস এবার সিনেমায় উঠে আসছে। ছবিতে কিঞ্জল নন্দকে দেখা যাবে বিনয় কৃষ্ণ বসুর চরিত্রে, অর্ণ মুখোপাধ্যায়কে বাদল গুপ্তের ভূমিকায় এবং সুমন বসু থাকবেন দীনেশ চন্দ্র গুপ্তর চরিত্রে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন বিপশা সাহাদার এবং অনুষ্কা চক্রবর্তী।

আনন্দবাজারের তথ্য অনুযায়ী, ‘৮/১২’ ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন কান সিংহ এবং পরিবেশিত হবে ‘সোধার কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড’র সৌজন্যে।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন