বলিউডে পা রাখার আগে থেকেই অভিনেত্রী সারা আলি খান এবং অভিনেত্রী জাহ্নবী কাপুর বন্ধু। সারার ক্যারিয়ার শুরু ‘কেদারনাথ’ দিয়ে। আর জাহ্নবী কাপুরের অভিষেক ‘ধরক’ ছবির মাধ্যমে। দুই বান্ধবী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীষণ সক্রিয়। দুজনকে খুব একটা একসাথে না দেখা গেলেও ইনস্টাগ্রামের মাধ্যমে প্রায়ই একে অপরকে ‘হার্ট ইমুজি’ পাঠান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একসঙ্গে ব্যায়াম করার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে। ইতিমধ্যে অভিনেত্রী সারার শেয়ার করা সেই ভিডিও ইনস্টাগ্রামে এক কোটির ও বেশি ভিউ হয়েছে। এছাড়াও বিভিন্ন সময় তাদের একসঙ্গে জিম করতে দেখা গেছে।
বয়সের দিকে জাহ্নবী কাপুরের থেকে সারা এক বছরের বড়, তারপরও দুজনের বেশ বন্ধুত্ব। দুজনেই বলিউডে তারকার সন্তান। ফ্যাশন সচেতন। একসঙ্গে জিম অনুশীলন করেন নম্রতা পুরোহিতের কাছে।
বলিউডে গুঞ্জন রটেছিল, দুজনেরই প্রেম ছিল আরেক বলিউড তারকা, চকলেট বয় খ্যাত কার্তিক আরিয়ানের সাথে।