বলিউডের প্রথম সারির তারকা সালমান খান। সম্প্রতি এই অভিনেতার নতুন ছবি ‘রাধে, ইউর মোস্ট ওয়ান্টেড ভাই ‘-এর ট্রেলার সম্প্রচার হয়েছে। ২ মিনিট ৫১ সেকেন্ডর ট্রেলারে তিনি প্রশংসা পেয়েছেন ভক্তদের।
পাশাপাশি ট্রলের স্বীকারও হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের চোখ এড়ানো যে মুশকিল তা ভুলে গেছেন ভাইজান, তা স্বীকারও করলেন তিনি। এক অনুরাগীর পোস্টে নজর পড়েছে সকলের এবং ইতিমধ্যে তা ভাইরাল হয়েছে। একটি স্ট্রাইপ স্যুটে ফের রাধে ছবিতে ধরা দিয়েছেন সালমান খান। নায়িকা বদলেছে, ছবি বদলেছে বদলায়নি ভাইজানের পোশাক! একই পোশাকে দুই সিনেমা! এ নিয়ে সমালোচনার শেষ নেই। পুলিশের বীরত্বের এই একই কাহিনী দেখতে দেখতে বিরক্ত দর্শকেরা- এমনটাই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
উল্লেখ্য, রাধে ছবিতে সালমান খানের নায়িকা বছর ২৭ বছর বয়সী দিশা প্যাটানি। বয়সের এই ব্যবধান নিয়েও ট্রল হচ্ছে।