অভিজিতের গানও হল, লাঠিও ভাঙল না

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে টলিউডের গায়ক অভিজিৎ বানার্জি সম্প্রতি একটি পোস্ট শেয়ার করেছেন। বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে দুঃশ্চিন্তায় আছেন অভিজিৎ। এক দিকে ভোট তার ওপর করোনা। এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা। এই অবস্থার কথা মাথায় রেখে গান করেছেন অভিজিৎ। যদিও গানের কোনো নাম নেই।

তার গানের বিষয়, ‘ভোট না দিয়ে মরো না, ভোট দেয়ার পরে মরো না।…কি যে হবে বাংলার ‘। নিজের গাওয়া পুরোনো গানে নতুন শব্দ যোগ করে সুর দিলেন গায়ক। জনসাধারণের কাছে নিজের বার্তা পৌঁছে দিতে এই অভিনব পন্থা অনুসরণ করলেন তিনি।

গানটি করার উদ্দেশ্য, করোনা সতর্কতার কথা তুলে ধরা। যদিও বিজেপির ঘনিষ্ঠ বলে এই সংগীতশিল্পীর পরিচিতি আছে। তাই হয়তো গানে কোনো দলের নিন্দা করেননি। ধরি মাছ না ছুঁই পানি! গানটি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন