সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের একবার ভাইরাল হল সাইফ আলী খান এবং তার মেয়ে সারার ভিডিও। কেদারনাথ ডেবিউ করার সময় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে একসঙ্গে এসেছিলেন বাবা-মেয়ে। শো হোস্ট করার সময় করণ জোহর সাইফ এবং সারাকে প্রশ্ন করেছিলেন, কতটা চাপ থাকে এই বোটক্স ও ফিল্টারের মতো সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে ? সারা তখন বলেন, চাপ তো অবশ্যই থাকে।…আপনাকে সেই চাপের সামনে দাঁড়াতে হয়।।’
সারা আরও বলেন, ‘তুমি যদি স্বাচ্ছন্দ্য বোধ না করো এবং আত্মবিশ্বাসী না হও, তবে আর ৫০০ জন তোমাকে ছোট করার চেষ্টা করবে।’ নানা কারণে ট্রলের শিকার হতে হবে বলে মনে করেন সারা, তবে সেটা তার কাছে কোনো ব্যাপার নয়।
মেয়েকে ট্রল করে সাইফ বলেন, ‘ইন্ডাস্ট্রিতে তিন মিনিট থাকার পর তুমি বলছ লোকে তোমাকে ট্রল করে, ছোট দেখানোর চেষ্টা করে!’
এই ভিডিওটিই এখন ঘুরছে হাতে হাতে।