বলিউড তারকা বরুণ ধাওয়ান ৩৪ এ পা দিলেন। পরিচালক করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তার। ‘বদ্রিনাথ দুলহানিয়া’, ‘কলঙ্ক’, ‘স্ট্রিট ডান্সার’, ‘জুড়ুয়া-টু’ -এর মতো একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
আজ এই অভিনেতার জন্মদিন। আর এই জন্মদিনে শুভেচ্ছা জানতে ভুলেন নি বলিউডের তারকারা। অভিনেত্রী মাধুরি দীক্ষিত বরুণকে জানিয়েছেন শুভেচ্ছা বার্তা। নিজের সাথে বার্থডে বয়ের ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ জন্মদিন বরুণ, তোমার আগামী বছরগুলো তোমার মতো মনোহর হোক। অনেক ভালোবাসা, প্রচুর ভালোবাসা ‘।
বরুণকে ‘অক্টোবর’ ছবির গান দিয়েই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা।
এছাড়াও নূরা ফাতেহি, সারা আলি খান, টাইগার শ্রফ, অনুষ্কা শর্মা এবং কেক খাওয়া ভাইরাল ভিডিওটির বাচ্চার ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মৌনি রয়।
বর্তমানে এই অভিনেতা তার আসন্ন সিনেমা ‘ভেড়িয়া’র শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন। এই সিনেমায় অভিনেতার বিপরীতে নারী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী কৃতি সাননকে।