কি আছে নুসরাতের ভাইরাল ভিডিওতে?

ওপার বাংলার সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান রুহির যেন পদে পদে বিতর্ক। বিধানসভা নির্বাচন নিয়ে এখন তিনি বেজায় ব্যস্ত। করোনার মধ্যেও ভোটের প্রচারণার কাজ করছেন, সমাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করছেন তার খবরাখবর।
বেশকিছু দিন আগে খোলামেলা ফটোশুট করিয়েছিলেন এই অভিনেত্রী- যার ফলে তাকে দর্শকদের ট্রলের শিকার হতে হয়েছিল। তার শালীনতা নিয়ে প্রশ্ন ওঠে নেট পাড়ায়। তারও আগে একটি টিকটক ভিডিওর জের ধরে কথা শুনতে হয়েছিল রুহিকে।

ফের ভাইরাল এই অভিনেত্রীর ভিডিও। বুধবার তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, অভিনেত্রী ট্রাফিক সিগন্যালে আটকা পড়ে একটি গানে এক্সপ্রেশন দিচ্ছেন। তিনি জানিয়েছেন, বিরক্তি দূর করতে কি এমনটি করে থাকেন। লিখেছেন, ‘যখন ট্রাফিক আমাকে বোর করে দেয়’। অনেক অনুরাগী ভিডিওটির প্রশংসা করেছেন, নিন্দাও কম হয়নি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন