জনপ্রিয় অভিনেতা তামিল কমেডিয়ান বিবেক শনিবার ভোর ৪টা ৩৫ মিনিটে চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার সকাল থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন। চেন্নাইয়ের একটি হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকেরা জানান,অভিনেতার একটি ধমনী পুরোপুরি ব্লক হয়ে গেছে। দ্রুত তার অ্যাঞ্জিওপ্লাষ্টি করা হয় এবং আইসিইউতে একমো সার্পোটে রাখা হয়েছিল। কিন্তু সেই ধকল অভিনেতা সহ্য করতে পারেননি।
বিবেকের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তামিল সিনে পাড়ায়। বিবেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা রজনীকান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে রজনীকান্ত লিখেছেন,”আমার বন্ধু বিবেকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শিবাজী ছবিতে ওর সঙ্গে কাটানো প্রত্যেকটি মুহুর্ত কোনও দিন ভুলার নয়। বিবেকের পরিবারের প্রতি সমবেদনা। ওর আত্নার শান্তি কামনা করি।”
বলিউডের গায়ক এ আর রহমান টুইট করে জানিয়েছেন, “ভাবতে পারছি না তুমি আমাদের ছেড়ে চলে গেছ।”