বলিউড অভিনেতা অক্ষয় কুমার করোনা পজিটিভ ধরা পরায় তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। তবে শারীরিক সমস্যার অবনতির কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কেমন আছেন এই অভিনেতা এখন ?
প্রায় এক সপ্তাহ খানেক হাসপাতাল থাকার পর বাড়ি ফিরলেন অভিনেতা অক্ষয় কুমার। অভিনেতার অনুরাগীদের উদ্দেশ্য ইনস্টাগ্রামের মাধ্যমে তার সুস্থ হওয়ার বার্তা দিলেন অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্না। অভিনেতা ও তার একটি কার্টুন ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। ছবি শেয়ার করে টুইঙ্কেল খান্না লিখেছেন,’সুস্থ ও সবল। তাঁকে পাশে পেয়ে খুব ভালো লাগছে।’ সেসাথে হ্যাশট্যাগ দিয়ে লিখলেন ‘অল ইজ ওয়েল’।
সম্প্রতি এই অভিনেতা তাঁর আসন্ন সিনেমা ‘রাম সেতুর’ শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। শুটিংয় চলাকালীন অবস্থায় করোনা টেস্টে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। সিনেমার একই সেটে অক্ষয়সহ আরও ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।