“আমার যাত্রায় ভুল ঠিক সব আমি”

অভিনেত্রী নারীবাদ ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে ‘আইকন’ মানা হয় ক্রিষ্টেন স্টুয়ার্টকে। একমাত্র হলিউড তারকা হিসেবে এই অভিনেত্রী ফ্রান্সের জাতীয় পুরষ্কার,সিজার অ্যাওয়ার্ড জয়ী।

ব্রিটিশ সাময়িকী ফারআউট হলিউড তারকা ক্রিস্টেন স্টুয়ার্টের ৩১তম জন্মদিনে প্রকাশ করেছে বিশেষ ফিচার। সেখানে বলা হয়েছে, ‘টোয়ালাইট’ সিরিজের ‘বেলা সোয়ান’ চরিত্রটি ক্রিস্টেনকে এতটাই জনপ্রিয়তা এনে দেয় যে সেখান থেকে বের হয়ে সু–অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ নিয়ে সফলভাবে ছক্কা পিটিয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট।

তিনি বলেছেন, ‘আমার জীবনের প্রতিটি মুহূর্ত,আমি আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছি,সেখানে এনেছে। তাই আমার যাত্রার ভুল-ঠিক সব মিলিয়েই এই আমি। ভুল থেকে যদি আপনি শিক্ষা নেন,তাহলে ভুল আর ভুল থাকে না। আমি কখোনই মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দু হতে চাইনি। চাইনি তারকা হতে। আমি যা,আমি তা-ই হয়ে ফুটে উঠতে চেয়েছি। তবে হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই অটোগ্রাফ দিতে চাইতাম। কারণ, কাগজে আমার নিজের নাম লিখতে ভালো লাগতো। আমার ধারণা, এক লাখ অটোগ্রাফ দিলেও আমি ক্লান্ত হব না’।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন