প্রয়াত বলিউড তারকা ঋষি কাপূর অভিনীত শেষ সিনেমা ‘শর্মাজি নমকিন’ মুক্তি পাবে খুব শীঘ্রই। ঋষি কাপূর ছাড়াও এই সিনেমাতে মুখ্য চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জুহি চাওলা, সতীশ কৌশিক, শিবা চাড্ডা, ইশা তালওয়ার, তারুক রায়না প্রমুখ অভিনয়শিল্পীদের।
ভারতীয় গণমাধ্যম জি নিউজ সূত্রে জানা যায়, এই সিনেমায় ঋষি কাপূর এবং পরেশ রাওয়াল একই চরিত্রে অভিনয় করেছেন। দুই তারকাকে একই চরিত্রে দেখা যাবে। হিতেশ ভাটিয়া পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছেন ফারহান আখতার, রিতেশ সিদওয়ানি, হানি তেহরান ও অভিষেক চৌবে।
সম্প্রতি, ফারহান আখতার ও জুহি চাওলা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘শর্মাজি নমকিন’ সিনেমার দুটি পোস্টার শেয়ার করেছেন। সেই পোস্টে লিখেছেন, ‘আসছেন শর্মাজি, আমাদের জীবনে নতুন কিছু দিতে।’ আগামী ৩১ মার্চ অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এই সিনেমা।
উল্লেখ্য, বলিউড অভিনেতা ঋষি কাপূর ২০২০ সালের এপ্রিলে ৬৭ বছর বয়সে পরলোকগমন করেন। টানা দুবছর তিনি লিউকেমিয়া বা রক্তের ক্যানসারে ভুগছিলেন। ভর্তি ছিলেন হাসপাতালে। সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই ধীমান অভিনেতা।