বব ডিলানের আধুনিক গানের দর্শন

দীর্ঘ বিরতির পর বই প্রকাশ করতে যাচ্ছেন নোবেলজয়ী প্রখ্যাত গীতিকার ও কণ্ঠশিল্পী বব ডিলান। প্রথম বই বের করার প্রায় দুই দশক পর আসছে নতুন বই ‘দ্যা ফিলোসফি অব মডার্ন সং’।

২০১০ সাল থেকে ‘দ্য ফিলোসফি অব মডার্ন সং’ লেখা শুরু করেছেন তিনি। বইটিতে গান নিয়ে প্রবন্ধ থাকছে ৬০টি। স্টিভেন ফস্টার থেকে এলভিস কস্টেলো-গান ও যেসব গীতিকারকে ডিলান পছন্দ করেন, তাদের নিয়ে লেখা থাকবে বইটিতে।

‘দ্য ফিলোসফি অব মর্ডান সং’ নিয়ে প্রকাশনা সংস্থা সিমন অ্যান্ড স্ক্রাস্টার এক বিবৃতিতে বলে, বইটি কেবল বব ডিলানের পক্ষেই লেখা সম্ভব। তার কণ্ঠ অনন্য, তার কাজ গভীর উচ্ছ্বাস এবং গান সম্পর্কে ধারণা বহন করে।

ষাটের দশকে ক্যারিয়ার শুরু করা ফোক-রকের কিংবদন্তি এই গায়কের এ পর্যন্ত ১২৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি হয়েছে। ৮০ বছর বয়সী কণ্ঠশিল্পী ও গীতিকবি বব ডিলান এখনো কনসার্টে গান পরিবেশন করেন। ‘দ্য ফিলোসফি অব মডার্ন সং’ বইটি আলোর মুখ দেখবে চলতি বছরের ৮ নভেম্বর।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন