প্রায় চার বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ৷ শেষবার তাকে ২০১৮ সালে ‘ফান্নে খান’ সিনেমায় দেখা গিয়েছিল ৷ এবার অনুরাগীদের জন্য সুখবর নিয়ে এলেন সাবেক এই বিশ্বসুন্দরী৷
চলতি বছরের সেপ্টেম্বরেই নতুন একটি সিনেমায় ভিন্ন রূপ ও চরিত্র নিয়ে ফিরবেন ঐশ্বরিয়া। তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পুণ্যিয়ানি সেলভান’ অবলম্বনে প্রখ্যাত নির্মাতা মণি রত্নম পরিচালিত এই সিনেমার নাম ‘পিএস ওয়ান’। সিনেমায় নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবী, উভয় চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস সূত্রে জানা যায়, দশম শতাব্দীর চোল সাম্রাজ্যের কাহিনী রুপালি পর্দায় ফুটিয়ে তুলতে যাচ্ছেন মণি। সিনেমাতে দেখানো হবে পরিবারের বিভিন্ন অংশের মধ্যে তৈরি ক্ষমতা দখলের লড়াই ৷
সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমার কলাকুশলী বিক্রম, ঐশ্বরিয়া রাই বচ্চন, জয়ম রবি, কার্তি ও ত্রিশার ফার্স্ট লুক ৷ নির্মিতব্য সিনেমার বেশ কয়েকটি পোস্টারও শেয়ার করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। পোস্টার শেয়ার করে ইনস্টাগ্রামে ঐশ্বরিয়া লিখেছেন, ‘৩০ সেপ্টেম্বর বড় পর্দায় ফিরতে চলেছে স্বর্ণযুগ!’
মণি রত্নমের ছবি বলে কথা! মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে আলোচিত সিনেমাটি৷ হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর ৷