ভাল্লুকের কণ্ঠ ইউক্রেনের প্রেসিডেন্টের

জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘পেডিংটন’ মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই সিনেমায় ভাল্লুক চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছিলেন। 

মার্কিন সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার বলছে, ২০১৪ সালে ‘পেডিংটন’ সিনেমার ইউক্রেনীয় সংস্করণে ভাল্লুকের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন জেলেনস্কি। ২০১৭ সালে মুক্তি পায় সিনেমাটির দ্বিতীয় পর্ব ‘পেডিংটন টু’। সেখানেও ভাল্লুকের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন এই প্রেসিডেন্ট। অবশ্য তখনো তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হননি। সিনেমা দুটি দুনিয়াজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন জেলেনস্কি। প্রেসিডেন্ট হওয়ার আগে জেলেনস্কি ইউক্রেনের অন্যতম সফল ও জনপ্রিয় কমেডিয়ান ছিলেন। বেশকিছু ছবি ও টিভি সিরিজে কাজ করেছেন তিনি।

ইউক্রেনে রাশিয়ান সেনাদের অভিযান শুরুর আগে থেকেই বিশ্বের আলোচিত নেতাদের তালিকায় চলে আসেন জেলেনস্কি। রাশিয়ার সামরিক অভিযান প্রতিরোধে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন