বাপ্পি লাহিড়ীর ছাই বিসর্জন হবে গঙ্গায়

‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ীর মৃত্যর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি সংগীতপ্রেমীরা। শোক কাটিয়ে উঠতে পারেনি তার পরিবারের সদস্যরাও। সেই চাপা দুঃখ নিয়েই মুম্বাই থেকে বাপ্পি লাহিড়ীর ছাই বা অস্থি ভাসাতে কলকাতায় আসছেন লাহিড়ী পরিবার। মার্চ মাসের প্রথম সপ্তাহেই গঙ্গায় কিংবদন্তি শিল্পীর ছাই ভাসাবেন তার দুই সন্তান।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কলকাতার গঙ্গাতেই ভাসানো হয়েছিল বাপ্পি লাহিড়ীর বাবা সংগীতশিল্পী অপরেশ লাহিড়ীর অস্থি। পরিবারের ইচ্ছে বাপ্পির অস্থি বিসর্জনও হোক এখানেই।

গত ১৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী। বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনি’তে আক্রান্ত হয়ে পাড়ি জমান না ফেরার দেশে।

আশির দশকে ভারতীয় চলচ্চিত্র জগতে পপ-ডিস্কো গানের যে জোয়ার এসেছিল তার অন্যতম পুরোধা ছিলেন বাপ্পি লাহিড়ী। ‘ডিস্কো ড্যান্সার’সহ বহু সিনেমায় বহু সুপারহিট গান করেছেন বাপ্পি লাহিড়ী। তার সুর সেই সময়ের তরুণ প্রজন্মকে আন্দোলিত করেছিল। এভাবেই একজন বাঙালি জয় করেছিলেন গোটা বিশ্ব।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন