প্রতিবাদে ব্যাটম্যান যাচ্ছে না রাশিয়ায়

ওয়ার্নার ব্রোস শেষ মুহূর্তে বলছে তারা তাদের নতুন ‘দ্য ব্যাটম্যান’ সিনেমাটি রাশিয়ায় মুক্তি দেবে না। এই সিদ্ধান্তটি তখনই এলো, যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করে বসলো। ওয়ার্নার ব্রোস আরেক বড় মার্কিন এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান ডিজনিকে অনুসরণ করছে। ডিজনির মালিকানাধীন পিক্সার-এর নতুন সিনেমা ‘টার্নিং রেড’ও রাশিয়ায় যাচ্ছে না বলে জানানো হয়েছে।

ডিজনি এক বার্তায় জানিয়ে দিয়েছে, ‘ইউক্রেনে বিনা উস্কানিতে আগ্রাসন চালিয়ে সেখানে চরম মানবিক সংকট সৃষ্টি করা হয়েছে। [আর এজন্য] আমরা রাশিয়ায় সিনেমা মুক্তি বন্ধ রাখছি।’

অন্যদিকে ওয়ার্নার ব্রোস-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রেনের মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে ওয়ার্নার মিডিয়া রাশিয়ায় তার নতুন সিনেমা ‘দ্য ব্যাটম্যান’ মুক্তি দেয়া থেকে সরে এসেছে।’

বিবৃতিতে আরো বলা হয়, তারা সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাবে। ওয়ার্নার মিডিয়া আশা করে এই চলমান সমস্যার দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধান হবে।

সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার-এর খবর অনুযায়ী, রাশিয়া বিশ্বের শীর্ষস্থানীয় সিনেমা বাজারের একটি। হলিউড সিনেমা মুক্তির জন্য দেশটি লাভজনক। সনির ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ ডিসেম্বরে রিলিজের পর, শুধুমাত্র রাশিয়াতে এই সিনেমা এখন পর্যন্ত আয় করেছে ৪৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, রবার্ট প্যাটিনসন অভিনীত ‘দ্য ব্যাটম্যান’ সিনেমাটি ৩ মার্চ রাশিয়াতে মুক্তি দেয়ার কথা ছিল। এছাড়া রাশিয়ায় মুক্তির জন্য নির্ধারিত ওয়ার্নার ব্রোস এর পরবর্তী সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’ এবং অ্যানিমেশন সিনেমা ‘ডিসি লিগ অফ সুপার-পেটস’৷

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন