ছাড়পত্র পেলো রাজ-পরীর ‘গুনিন’

‘গুনিন’ সিনেমায় রাজ ও পরীমণি। ছবি : সংগৃহীত

গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘গুনিন’ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। সিনেমা হলে প্রদর্শনের জন্য প্রস্তুত এই সিনেমা।
বাংলা চলচিত্রের আলোচিত নায়িকা পরীমণি ও তার স্বামী শরিফুল রাজ অভিনীত প্রথম সিনেমা ‘গুনিন’।

এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকে।
উল্লেখ্য, এই সিনেমায় কাজ করতে গিয়েই রাজ ও পররীমণির প্রেমের শুরু, যা বিয়ে ও সন্তান গ্রহণ পর্যন্ত গড়ায়।

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন-এর খবর অনুযায়ী, সিনেমার নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম গত ২০ ফেব্রুয়ারি ছাড়পত্র হাতে পান। জানানো হয়েছে, খুব দ্রুতই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা।
পরিচালক বলেছেন, ‘এই সিনেমার গল্প হাসান আজিজুল হক স্যারের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে করা। আমার শিক্ষাজীবনেরও গুরু তিনি। ছোটগল্পকে সিনেমায় রূপ দেয়া খুব চ্যালেঞ্জিং। কিন্তু, সাহস নিয়ে কাজটি করেছি। হাসান স্যারের লেখা মানেই তো জীবনভিত্তিক। কাজটি করতে গিয়ে ভীষণ উপভোগ করেছি।’

‘গুনিন’ সিনেমা প্রথমে সিনেমা হলে মুক্তি পাবে। হলে চলার পর সিনেমাটি ওটিটি প্লাটফর্ম ‘চরকি’তে মুক্তি দেয়ার সম্ভাবনা আছে। তবে সিনেমাটি কমে মুক্তি পাচ্ছে, তা এখনো জানানো হয়নি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন