দ্বিতীয় সন্তানের মা হয়েছেন মার্কিন মডেল ও ইন্টারনেট সেলিব্রেটি কাইলি জেনার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এই সুখবর দিয়েছেন তিনি নিজেই।
একটি ছোট্ট হাত আলতো করে ধরে রেখেছেন কাইলি—এমন একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তাতে ক্যাপশনে লিখেছেন, ‘২/২/২২’ সাথে একটি নীলাভ হৃদয়ের ইমোজি।
কাইলি কসমেটিক্স-এর কর্ণধার, ২৪ বছর বয়সী উদ্যোক্তা কাইলি জেনার ও প্রেমিক সংগীতশিল্পী ট্রাভিস স্কটের প্রথম কন্যার বয়স চার বছর, তার নাম স্টর্মি ওয়েবস্টার। এবার ছেলের মা-বাবা হয়েছেন এই সেলিব্রেটি দম্পতি। এমন খবর জানিয়েছে ই নিউজ। তবে এখনো সন্তানের মুখের ছবি বা নাম প্রকাশ্যে আনেননি কাইলি-ট্রাভিস।
ফ্যাশন দুনিয়ায় অত্যন্ত আলোচিত কাইলি জেনার ও তার বড় বোন কিম কার্দাশিয়ান। বোনের মতোই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় কাইলি জেনার। নেট দুনিয়ায় তাকে অনুসরণকারীর সংখ্যা প্রায় যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার সমান। ইনস্টাগ্রামে ৩০৯ মিলিয়ন ফলোয়ার আছে কাইলি জেনারের।