সংখ্যার পেছনের অবয়ব খুঁজেছেন সাহাদাত পারভেজ

বইয়ের মোড়ক উন্মোচন করছেন অতিথিরা। ছবি : সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকালে ফটোসাংবাদিক ও গবেষক সাহাদাত পারভেজ রচিত ‘গণহত্যার গহন গল্প : প্রসঙ্গ ভবেরচর’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি মফিদুল হক, কবি টোকন ঠাকুর, লোকগবেষক সাইমন জাকারিয়া, কবি সাকিরা পারভীন, সংগঠক আবু সাঈদ, দৃশ্য-গল্পকার ও লেখক সুদীপ্ত সালাম, প্রাবন্ধিক এহ্সান মাহমুদ ও গবেষক ইমরান মাহফুজ।

বইটির প্রকাশক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, এই বইয়ে যাদের কথা এসেছে এতোদিন তারা ছিল নাম-পরিচয়হীন, একটা সংখ্যা মাত্র। এই গবেষণার মাধ্যমে মানুষগুলো একটা পরিচয় পেলো। সংখ্যার পেছনে একটা অবয়ব আছে, এই অবয়ব খুঁজে পাওয়া ও উপস্থাপন করার দায় রয়েছে নতুন প্রজন্মের।

গণহত্যার গহন গল্প : প্রসঙ্গ ভবেরচর

১৯৭১ সালের ৭ ডিসেম্বর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে পাকিস্তানি হানাদার বাহিনি নৃশংস গণহত্যা পরিচালনা করে। ঘাতকের দল বেয়নেট দিয়ে খুঁচিয়ে ৯ কিশোরসহ ১১ জনকে হত্যা করে। এই নিষ্ঠুর ঘটনাকে কেন্দ্র করেই রচিত হয়েছে ‘গণহত্যার গহন গল্প : প্রসঙ্গ ভবেরচর’। অনুষ্ঠানে ভবেরচর গণহত্যায় ১১ শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহীন আহমেদ তনু, নাদিরা সাবরীন, সাধিকা সৃজনী তানিয়া প্রমুখ। ১২৮ পৃষ্ঠার বইটি বের করেছে সাহিত্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। দাম: ২৫০ টাকা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন