গ্র্যামিতে একজনেরই ৮৩টি মনোনয়ন

র‍্যাপার জে-জি

গত ২৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের গ্র্যামি জাদুঘরে ২০২২ গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনীতদের নাম ঘোষণা করা হয়। এতে ‘ড্রাইভার্স লাইসেন্স’ গানের জন্য মূল চারটি বিভাগেই মনোনয়ন পেয়েছেন ১৮ বছর বয়সী মার্কিন কণ্ঠশিল্পী অলিভিয়া রড্রিগো। এর মধ্যে তিনটি বিভাগে তার প্রতিদ্বন্দ্বী বিলি আইলিশ ও লি নাজ এক্স। বর্ষসেরা রেকর্ড বিভাগে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছে সুইডিশ ব্যান্ড অ্যাবা। দীর্ঘ বিরতির পর গত সেপ্টেম্বরে ‘আই স্টিল হ্যাভ ফেইথ ইন ইউ’ গানটি দিয়ে ব্যান্ডটি সঙ্গীতাঙ্গনে ফেরে।

‘এভারমোর’ অ্যালবামের জন্য বর্ষসেরা অ্যালবাম বিভাগে মনোনয়ন পেয়েছেন টেলর সুইফট। বর্ষসেরা গান বিভাগে মনোনীত হয়েছে এড শিরানের ‘ব্যাড হ্যাবিটস’। ‘হায়ার পাওয়ার’ দিয়ে সেরা পপ গ্রুপ পারফরম্যান্সে মনোনয়ন পেয়েছে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে।

তালিকায় সবচেয়ে বেশি ১১টি মনোনয়ন পেয়েছেন মার্কিন জ্যাজ কিবোর্ডিস্ট জন বেটিস। জাস্টিন বিবার, ডোজা ক্যাট ও হার আটটি করে, আর বিলি আইলিশ ও অলিভিয়া রড্রিগো সাতটি করে মনোনয়ন পেয়েছেন। এপর্যন্ত গ্র্যামির ইতিহাসে মোট ৮৩টি মনোনয়ন নিয়ে সবচেয়ে বেশি মনোনয়নের রেকর্ড গড়েছেন মার্কিন র‍্যাপার জে-জি।

মূল চার বিভাগে এবারের মনোনয়নের তালিকা :


সেরা অ্যালবাম
উই আর—জন বেটিস
লাভ ফর সেল—টনি বেনেট ও লেডি গাগা
জাস্টিস—জাস্টিন বিবার
প্লানেট হার—ডোজা ক্যাট
হ্যাপিয়ার দ্যান এভার—বিলি আইলিশ
ব্যাক অব মাই মাইন্ড—হার
মন্টেরো—লি নাজ এক্স
সোর—অলিভিয়া রড্রিগো
এভারমোর—টেলর সুইফট
ডন্ডা—কানিয়ে ওয়েস্ট

সেরা গান
ব্যাড হ্যাবিটস—এড শিরান
আ বিউটিফুল নয়েজ—অ্যালিসিয়া কিস অ্যান্ড ব্রান্ডি কারলাইল
ড্রাইভার্স লাইসেন্স—অলিভিয়া রড্রিগো
ফাইট ফর ইউ—হার
হ্যাপিয়ার দ্যান এভার—বিলি আইলিশ
কিস মি মোর—ডোজা ক্যাট ফিচারিং সেজা
মন্টেরো (কল মি বাই ইওর নেম)—লি নাজ এক্স
পিসেস—জাস্টিন বিবার ফিচারিং ড্যানিয়েল সিজার অ্যান্ড গিভিয়ন
লিভ দ্য ডোর ওপেন—সিল্ক সনিক
রাইট অন দ্য টাইম—ব্র্যান্ডি কারলাইল

সেরা রেকর্ড
আই স্টিল হ্যাভ ফেইথ ইন ইউ—অ্যাবা
ফ্রিডম—জন বেটিস
আই গেট আ কিক আউট অব ইউ—টনি বেনেট অ্যান্ড লেডি গাগা
পিসেস—জাস্টিন বিবার ফিচারিং ড্যানিয়েল সিজার অ্যান্ড গিভিয়ন
রাইট অন টাইম—ব্র্যান্ডি কারলাইল
কিস মি মোর—ডোজা ক্যাট ফিচারিং সেজা
হ্যাপিয়ার দ্যান এভার—বিলি আইলিশ
মন্টেরো (কল মি বাই ইয়োর নেম)—লি নাজ এক্স
ড্রাইভার্স লাইসেন্স—অলিভিয়া রড্রিগো
লিভ দ্য ডোর ওপেন—সিল্ক সনিক

সেরা উদীয়মান শিল্পী
আরুজ আফতাব
জিমি অ্যালেন
বেবি কিম
ফিনিয়াস
গ্লাস এনিমলস
জাপানিজ ব্রেকফাস্ট
দ্য কিড লারই
অ্যার্লো পার্কস
অলিভিয়া রড্রিগো
সুইটি

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন