ছেঁড়াদিয়া দ্বীপে ক্ষমতার লড়াই

আগামী ৩ ডিসেম্বর ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর ওয়েব সিরিজ ‘বলি’। গত ২৩ নভেম্বর সিরিজটির ট্রেলার মুক্তি পেয়েছে। ২ মিনিট ১৯ সেকেন্ডের এই ট্রেলারের শুরুতেই আবহ কণ্ঠে ভেসে আসে রহস্যের ইঙ্গিত, “শুনছি যারা নাকি এই ছেঁড়াদিয়া দ্বীপে আসেন, তারা আর ফিরে যেতে পারে না।’’

সিরিজের গল্প বঙ্গোপসাগরের বিচ্ছিন্ন দ্বীপ ছেঁড়াদিয়াকে কেন্দ্র করে। চিংড়ি আর লবণের বাণিজ্যকেন্দ্র এই দ্বীপে বন্দুকের নলই আইন। দুই পরিবারের মধ্যে আধিপত্য বিস্তারের সাপে-নেউলে লড়াইয়ের হাল বংশপরম্পরায় যে ধরে, তার নাম হয় ‘কোম্পানি’। তার নিয়োজিত ‘বলি’দের কাজ হলো বল প্রয়োগ করে জমি দখলে রাখা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজটির নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, “বিশাল একটি পরীক্ষা মনে হচ্ছে। ফল প্রকাশের আগে যেমন অনুভূতি হয়, তেমন অনুভূতি হচ্ছে। ওয়েবের টিজার কয়েক দিন আগেই মুক্তি দিয়েছিলাম। দর্শকের প্রতিক্রিয়ায় মুগ্ধ হয়েছি। এটা আমার কাছে অনুপ্রেরণা। এত দিনের পরিশ্রম অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। আজ ট্রেলার রিলিজ হচ্ছে। দর্শকেরা কেমন প্রক্রিয়া জানাবেন, জানি না। তবে ওয়েব সিরিজটি দেখার আগ্রহ প্রকাশ করবেন, এটা বলতে পারি। তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’

‘বলি’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সোহেল মন্ডল, সালাহউদ্দিন লাভলু, ইরেশ জাকের, সোহানা সাবা, সাফা কবির, লুৎফর রহমান জর্জ, জিয়াউল হক পলাশ, কাজী রোকসানা রুমা ও নাসির উদ্দিন খান। সিরিজটির কাহিনি লিখেছেন নাসিফ ফারুক আমিন, আর চিত্রনাট্যকার জাহিন ফারুক আমিন।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন