সমকামীদের চুম্বনদৃশ্য কাটবে না মার্ভেল

সামনের ১১ নভেম্বর উপসাগরীয় দেশগুলোতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এই পুরো আয়োজন অনেকটা থমকেই গেলো বলতে গেলে। প্রথম ধাক্কা এলো সৌদি আরব থেকে। দেশটি মার্ভেল স্টুডিওস-এর নতুন সুপারহিরো সিনেমা ‘এটার্নালস’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত ১৮ অক্টোবর মুক্তি পাওয়া এই ছবিতে সমকামিতা বিষয়ক দৃশ্য থাকায় এই সিদ্ধান্ত নিলো দেশটি।

১৮ অক্টোবর লস এঞ্জেলেসে প্রথম মুক্তি পায় বহুল আলোচিত সিনেমাটি। গত ৩ নভেম্বর ইউরোপের দেশগুলোতে এবং গতকাল ৫ নভেম্বর ইংল্যান্ড ও গোটা যুক্তরাষ্ট্রে মুক্তি পায় বিতর্কিত এই সিনেমা। সৌদি আরব ছাড়াও একই অভিযোগে কুয়েত ও কাতারেও মুক্তি পাচ্ছে না ‘এটার্নালস’। ভ্যারাইটি ম্যাগাজিন এসব তথ্য নিশ্চিত করেছে।

তবে এই হাঙ্গামায় মার্ভেল-এর অবস্থান একেবারে স্পষ্ট। তারা বলছে, সিনেমায় থাকা সমকামিতা বিষয়ক দৃশ্যগুলো বাদ দেয়া হবে না। তারা নির্দিষ্ট করে বলেছে, ছবিতে থাকা দুই পুরুষের চুম্বনের দৃশ্যটিও বহাল তবিয়তে থাকবে। এমন অবস্থানের পরও সৌদি আরব,  কুয়েত ও কাতারের মতো কঠোর অবস্থানে এখনো যায়নি সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সেদেশে সিনেমার অগ্রিম টিকেট বিক্রি চলছে। সিনেমাটির বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউটর ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচারস।

মুসলিম প্রধান দেশগুলোতে সিনেমায় যৌনতা, সমকামিতা ও ধর্মবিরোধী কোনো বিষয় রাখা হয় না। সিনেমায় এসব থাকা দেশগুলোর সেন্সরশিপ আইন বিরোধী। ‘এটার্নালস’ নির্মাণ করেছেন সম্প্রতি অস্কারবিজয়ী পরিচালক ক্লোয়ি ঝাও। ১৯ আগস্ট চলচ্চিত্রটির পোস্টারের পাশাপাশি মুক্তি পায় দ্বিতীয় ট্রেলার। অ্যাঞ্জেলিনা জোলি, গেমা চ্যান, রিচার্ড, সালমা হায়েক, ম্যাডেন, লরেন রিডলফ, কুমেল নাজিয়ানি, ব্রায়ান টায়রি হেনরি প্রমুখ এই সিনেমায় অভিনয় করেছেন।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন