২০০৭ সালে হাসিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে কায়েস আরজুর অভিষেক হয়। এরপর তার অভিনীত ৯টি চলচ্চিত্র মুক্তি পেলেও অসংখ্য নাটক-বিজ্ঞাপনের অফার তিনি ফিরিয়ে দিয়েছেন। অবশেষে ১৪ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো বিজ্ঞাপনে মডেল হলেন তিনি।
মার্কস গোল্ড মিল্কের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আশফাকউজজামান বিপুল। অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনকে আরজু বলেন, “সত্যি বলতে টানা এক যুগ আমি নিজেকে উৎসর্গ করেছিলাম চলচ্চিত্রের জন্য। আমি চাইনি সিনেমা থেকে নিজের দৃষ্টিটা সরাতে। তা-ই নয়, এরমধ্যে অসংখ্য সিনেমাও ফিরিয়েছি মূল চরিত্র পাইনি বলে। তবে গেলো দুই বছর ধরে আমি নানা মাধ্যমে নিজেকে যুক্ত করছি। কারণ, সময় বদলেছে। তারই অংশ হিসেবে এবার বিজ্ঞাপন করলাম। এটি প্রচারের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। বিজ্ঞাপনে প্রথম অভিজ্ঞতা দারুণ; সিনেমার মতোই!’’ ১৯ অক্টোবর থেকে বিজ্ঞাপনটির সম্প্রচার শুরু হয়েছে।
করোনা পরিস্থিতির মাঝেও আরজু অভিনীত চারটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে আছে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’, জাফর আল মামুনের ‘এক পশলা বৃষ্টি’, শাখাওয়াত হোসাইনের ‘হিমুর বসন্ত’ এবং গাজীউর রহমানের ‘এই তুমি সেই তুমি’। শীঘ্রই ওয়েব সিরিজেও করতে যাচ্ছেন বলে জানান তিনি।