‘পাগল’ হয়ে ফিরছেন আজিজুল হাকিম

টানা দুই বছর পর চলচ্চিত্রে ফিরছেন টেলিভিশনের নন্দিত অভিনেতা আজিজুল হাকিম। এবার এস এ হক অলীকের পরিচালনায় ‘গলুই’ চলচ্চিত্রে তিনি আসছেন পাগলের বেশে।
সরকারি অনুদানের ‘গলুই’ চলচ্চিত্রে আজিজুল হাকিমের অভিনীত চরিত্রটি শাকিব খানের চরিত্র ‘লালু’র চাচা। দুজনের মধ্যকার আত্মিক সম্পর্ক নিয়েই মূলত চলচ্চিত্রের গল্প এগিয়েছে বলে জানা গেছে। অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনকে হাকিম বলেন, ‘‘এটা বড় ক্যানভাসের সিনেমা। সহশিল্পী হিসেবে প্রথমবার শাকিব খানকে পেলাম। একসঙ্গে কাজ করে বুঝলাম, সে আসলেই অসাধারণ। আমার চরিত্রটি পাগলের হলেও বেশ গুরুত্বপূর্ণ। এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই নির্মাতা অলীক, প্রযোজক খসরু আর নায়ক শাকিব খানের প্রতি। তারা আমাকে এই চরিত্রের যোগ্য ভেবেছেন বলে।’’
‘গলুই’ চলচ্চিত্রে চলচ্চিত্রে শাকিব ও হাকিম ছাড়াও আরও অভিনয় করেছেন ঢালিউড অভিনেত্রী সুচরিতা ও পূজা চেরী। জামালপুরের বিভিন্ন লোকেশনে প্রায় দেড় মাস যাবত চলচ্চিত্রটির শুটিং চলছে। এই মাসের শেষেই চলচ্চিত্রটির শেষ ধাপের শুটিং হবে টাঙ্গাইলের ধনবাড়ির মহেরা জমিদার বাড়িতে।
হাকিম বলেন, “গল্পটির মূল শক্তি গ্রাম বাংলার চিরায়ত রূপ। প্রতিটি চরিত্র খুবই সমৃদ্ধ। অভিনয়ের সুযোগটা পেয়েছি এখানে। আমার ধারণা দর্শক হৃদয় জয় করবে ছবিটি।’’
আজিজুল হাকিম সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পুত্র’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। সাইফুল ইসলাম মান্নুর চলচ্চিত্রটিতে পিতার চরিত্রে অভিনয় করেন বেশ প্রশংসিত হন তিনি। মাঝে করোনায় আক্রান্ত হয়ে এই অভিনেতার অবস্থা বেশ সংকটাপন্ন হয়েছিলো। দুই বছর পর চলচ্চিত্রে ফেরাটা তাই তার জন্য বিশেষ এক অর্জন।
হাকিমের ভাষায়, “এটা আমার জন্য নতুন জীবন। তাই সবকিছু নতুন করে শুরু করছি। এরমধ্যে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছি ওয়ালটনের সঙ্গে। এরপর যুক্ত হলাম এস এ হক অলীকের চলচ্চিত্রে। মোট মিলিয়ে, নতুন এই জীবনটাকে প্রাণভরে উপভোগ করছি।’’

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন