সঞ্জয় লীলার প্রথম ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’


হীরা মন্ডি নামে পাকিস্তানের লাহোরে একটি পাড়া ছিল—মন্ডি অর্থ বাজার। মুগল আমলে স্থাপিত এই পাড়া সেসময়ে বাঈজীদের জন্য একই সঙ্গে সুখ্যাত ও কুখ্যাত ছিল। বিশ্বের সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স-এর জন্য সেই বাঈজীপাড়ার নানা গল্প নিয়েই তৈরি হচ্ছে ‘হীরামন্ডি’। ‘মহাকাব্যিক’ এই সিরিজ তৈরি করছেন বলিউডের বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনসালি।

সংবাদমাধ্যম ভ্যারাইটিকে সঞ্জয় জানিয়েছেন, লাহোরের সেসময়ের যৌনকর্মীদের কাহিনী নিয়ে বিশাল ক্যাভাসে তৈরি হবে ‘হীরামন্ডি’। এই পরিকল্পনা তিনি গত ১৪ বছর ধরে লালন করছেন বলেও জানান। এই ওয়েব সিরিজে প্রাধান্য পাবে প্রেম, প্রতারণা, রাজনীতি ও দখলের গল্প। এই প্রথম এই শক্তিমান পরিচালক ওয়েব সিরিজ তৈরিতে হাত দিলেন।

সিরিজের গুরুত্ব বুঝাতে সঞ্জয় বলেছেন, ‘নির্মাতা হিসেবে আমার পথচলায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’ সঞ্জয়কে পেয়ে নেটফ্লিক্সও ঘোষণা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। বলেছে, ‘এমন একটি মহাকাব্যিক ওয়েব সিরিজের নির্মাতা হিসেবে সঞ্জয় লীলা বনসালিকে পেয়ে আমরা কতটা উচ্ছ্বসিত তা ভাষায় প্রকাশ করার মতো না।’

সঞ্জয় লীলা বনসালি

নিউজ এইটিন-এর প্রতিবেদন বলছে, সিরিজের মোট সাতটি পর্বের  প্রথমটি পরিচালন করবেন সঞ্জয়। পরেরগুলোতে তিনি প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন। তার নির্দেশনা অনুযায়ী বাকি পর্বগুলো এগিয়ে নিয়ে যাবেন বিধু পুরী। কেননা সঞ্জয় তার নতুন সিনেমা ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ী’র পোস্ট-প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত আছেন।

কারা থাকছেন এই সিরিজে—নিশ্চিত করে বলা যাচ্ছে না। মাধুরী দীক্ষিত, সোনাক্ষী সিনহা, হুমা কুরাইশি ও আলিয়া ভাটের নাম শোনা যাচ্ছে—যাদের এই সিরিজে দেখা যেতে পারে। এই সময়সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানাচ্ছে, আলিয়া ‘হীরামন্ডি’তে বিনা পারিশ্রমিকেও কাজ করতে রাজি। সে ক্রতা তিনি সঞ্জয়কেও জানিয়েছেন। উল্লেখ্য যে, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ী’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট।

১৯৯৬ সালে ‘খামোশি’ সিনেমা দিয়ে বলিউডে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছিলেন সঞ্জয়। তারপর দিয়েছেন, ‘হাম দিল দে চুকে সানাম’, ‘দেবদাস’, ‘ব্ল্যাক’, ‘গুজারিশ’, ‘রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানী’, ‘পদ্মাবত’-এর মতো আলোচিত সব সিনেমা। গত ৯ আগস্ট বলিউডে ২৫ বছর পূর্ণ করলেন এই গুণী নির্মাতা। অর্জন করেছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দশবার ফিল্মফেয়ার পুরস্কার এবং রাষ্ট্রীয় ‘পদ্মশ্রী’ সম্মাননা।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন