‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ একটি বাংলা থ্রিলার উপন্যাস। বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন রচিত বইটি প্রথম বের হয় ২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায়। তখন ব্যাপক পাঠকপ্রিয়তা পায় বইটি। পরে বইটি পশ্চিবঙ্গের ‘অভিযান’ প্রকাশনী থেকেও বের হয়। সেই বাংলাদেশি থ্রিলার উপন্যাস নিয়েই তৈরি হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’।
সৃজিত মুখার্জি পরিচালিত থ্রিলার সিরিজের ট্রেইলার গত ২৫ জুলাই মুক্তি পেয়েছে। একদিনে ট্রেইলারটির ভিউ প্রায় ১ লাখ ৬৮ হাজার। কমেন্ট জমা পড়েছে প্রায় সাড়ে পাঁচশ। বেশিরভাগ কমেন্টই ইতিবাচক। সিরিজটি দেখবে বলে দর্শক আগ্রহ নিয়ে বসে আছে। কমেন্টগুলো পড়ে বুঝা যায়, মানুষের প্রত্যাশা অনেক। আর সৃজিতের কাজ নিয়ে বরাবরই দর্শকের আগ্রহটা একটু বেশিই থাকে।
ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘হইচই’-এর মাতৃপ্রতিষ্ঠান ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’ ও ‘টিভিওয়ালা মিডিয়া’ যৌথভাবে সিরিটি প্রযোজনা করেছে। উপন্যাসটি ওপার বাংলায় প্রকাশিত হওয়ার পর কলকাতার ‘টিভিওয়ালা মিডিয়া’ উপন্যাস অবলম্বনে একটি ওয়েব সিরিজ তৈরির আগ্রহ প্রকাশ করে এবং ২০১৯ সালে লেখক নিজাম উদ্দিনের কাছ থেকে উপন্যাসটির অডিও-ভিজ্যুয়াল স্বত্ব কিনে নেয়। তারপর সৃজিত ওয়েব সিরিজ নির্মাণের আগ্রহ দেখান। উপন্যাসের অডিও-ভিজ্যুয়ালের মালিক যেহেতু টিভিওয়ালা তাই তাদের সঙ্গে মিলেই সৃজিতকে সিরিজটি তৈরি করতে হয়।
আগামী ১৩ আগস্ট ওয়েব সিরিজটি ‘হইচই’-এ মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন বাংলাদেশের আজমেরী হক বাঁধন, রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য, অঞ্জন দত্ত, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। বাংলাদেশের সুন্দরপুর নামের একটি এলাকায় মহাসড়কের পাশের একটি জনপ্রিয় রেস্তোরাঁ—‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। রেস্তোরাঁটি কেন এতো জনপ্রিয়—তা জানতে সেখানে হাজির হন সাংবাদিক নিরুপম চন্দ (রাহুল বোস)। এই রেস্তোরাঁর মালিক মুসকান জুবেরীকে (বাঁধন) নিয়ে নানা গালগপ্পো প্রচলিত। কিন্তু সত্যটা জানতে নিরুপম যোগযোগ করে পুলিশের সোর্স আতর আলীর (অনির্বাণ ভট্টাচার্য) সঙ্গে। সে নিরুপমকে মুসকান সম্পর্কে আজব আজব সব তথ্য দিতে থাকে। এভাবেই এগিয়ে যায় থ্রিলার কাহিনী।
লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের জন্ম ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকার ‘বাতিঘর প্রকাশনী’র প্রতিষ্ঠাতা ও প্রকাশক।