রবীন্দ্রসংগীতপ্রেমী আফ্রিকান তরুণ

রবীন্দ্রসংগীতপ্রেমী আফ্রিকার জিয়াতা

রবীন্দ্রসংগীত গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিলো আফ্রিকান এক তরুণ। রবি ঠাকুরের ‘মায়াবনবিহারিণী হরিণী, গহনস্বপনসঞ্চারিণী’ গানটি গেয়েছেন জিয়াতা নামের ওই তরুণ। গান ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। জিয়াতা শুধু গানটি পরিবেশনই করেননি—গানের ব্যাখ্যাও তুলে ধরেছেন।

জিয়াতার করা ৫ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন মূলত আশিষ সান্যাল নামের এক ব্যক্তি। জিয়াতা গান শুরুর আগে গানটির পরিচিত তুলে ধরেন এবং রবীন্দ্রনাথকে ‘গ্রেট লেজেন্ড’ হিসেবে সম্বোধন করেন। তিনি তার শিক্ষকের নামও উল্লেখ করেন যিনি তাকে গানটির শিখিয়েছেন। তিনি আরো জানান, গানটি রামায়ণের রাম ও সীতার প্রেমের কথা বলে। ‘অকারণ ভালোবাসা’র কথাই গানটিতে বলা হয়েছে। পরে ঐতিহ্যবাহী যন্ত্র-সংগীতের ওপর গানটি গান জিয়াতা।

গানটির রচনাকাল—১৯৩৪ সালের ২৯ সেপ্টেম্বর। কাহারবা তাল এবং ইমনকল্যাণ রাগের এই গানটি ভীষণ জনপ্রিয় রবীন্দ্রসংগীতের একটি। রবীন্দ্রনাথকে শ্রদ্ধা নিবেদন করতে জিয়াতা গানটি গেয়েছেন বলে ওই ভিডিওতে জানিয়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জিয়াতার গানটি সম্পর্কে মন্তব্য করেছে, ‘কথার বিকৃতি নেই, সুরও সাবলীল।’ গানটির প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন