মমতার শক্তি বাংলাদেশ ও রোহিঙ্গা, বললেন কঙ্গনা

তৃতীয়বারও মমতাই ভরসা বাংলার জনগণের কাছে। বিপুল ভোটে বিজেপি ও বামদের হারিয়ে আবারও মসনদে তৃণমূল। কিন্তু দিদিদের জয়ে খুশি নন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিজেপির ভরাডুবির পরও মোদির সাফাই গেয়ে চলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সব সময় আলোচনায় থাকা এই অভিনেত্রী। বললেন, মমতার শক্তি নাকি বাংলাদেশ আর রোহিঙ্গা!

অভিনেত্রী টুইট করেছেন, ‘বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি… যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতের অন্য এলাকার তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরীব আর বঞ্চিত। সেখানে আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে।’

এখানেই থেমে থাকেননি কঙ্গনা, তুলে ধরলেন ২০১৬-এর বিধানসভায় বিজেপির সাফল্যের কথা।

একই দিনে অভিনেত্রী আরেকটি মিমও নিজের টুইটারে শেয়ার করেন। সেই সাথে লেখেন, ‘আজ ময়দানে হায়নাদের দিন, তবে সিংহ নিজের জোরেই লড়াইয়ে ফিরে আসবে।’

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন