মোস্তাক আহমেদ ইমন
ইমনের জন্ম ১৯৮৯ সালে, লালমনিরহাটে। এই আলোকচিত্রী অতি তুচ্ছ, অবহেলিত ও চিরচেনা দৃশ্য ও বস্তুকে ক্যামেরার মাধ্যমে পুনরুৎপাদন করেন—যা হয় আনকোরা নতুন। সৃজনশীল চিন্তা ও মোবাইলফোনের ক্যামেরাই তার পাথেয়। তার সৃজনীশক্তিতে প্রাণ পায় জড়বস্তু। তার দেখা ও দেখানোর কৌশল চমকপ্রদ। তার ছবিগুলো নিছকই জড় নয়—জড়বস্তুর কাব্য হয়ে উঠেছে।