১৬ বছর পর চলচ্চিত্রের সিকুয়েল

১২ বছর আগে সর্বশেষ ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন বলিউড তারকা সাইফ আলী খান ও রানী মুখার্জি। এর চার বছর আগে ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘বান্টি অর বাবলি’ চলচ্চিত্রেও ছিলেন তারা দুজন। এই চলচ্চিত্রের সিকুয়েল দিয়েই আবারও তারা একসঙ্গে বড় পর্দায় আসছেন।

বলিউডভিত্তিক গণমাধ্যম পিংকভিলা জানায়, ‘বান্টি অর বাবলি ২’ পরিচালনা করছেন বরুণ ভি শর্মা। যেখান থেকে আগের ‘বান্টি অর বাবলি’ চলচ্চিত্রটি শেষ হয়েছিলো, সিকুয়েলের গল্প সেখান থেকেই শুরু হচ্ছে। চলচ্চিত্রে সাইফ টিকিট কালেক্টর রাকেশের ভূমিকায় অভিনয় করবেন। এই চরিত্রের জন্য কিছুটাটা ওজনও বাড়িয়েছেন তিনি। আর রানি মুখার্জি থাকছেন ফ্যাশন ডিজাইনার ভিম্মি চরিত্রে।

‘বান্টি অর বাবলি ২’ চলচ্চিত্রে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে জুটি বাঁধছেন নবাগতা শর্বরী। আগামী ১৯ নভেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাবে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন