হানি সিংকে নিয়ে যা বললেন শান

ভারতের মিউজিকের মান দিন দিন নিচে নেমে যাচ্ছে! এই সম্পর্কে কথা বলতে গিয়ে র‍্যাপার হানি সিংকে কটাক্ষ করেছেন শান। শান যদিও সরাসরি নাম উল্লেখ্য করেননি তবে তিনি ‘চার বোতল ভদকা’, ‘লুঙ্গি ড্যান্স’ এই গানগুলোর নাম নিয়েছেন। বলেন, এই গানগুলোর গুণমান নেই।

গায়ক শান আরো বলেন, এমন মানহীন ট্র্যাক পছন্দ করার কারণ তাদের কাছে দুর্দান্ত সংগীত নাও থাকতে পারে। তবে প্রচুর দর্শক-শ্রোতা পেয়ে, জনপ্রিয় হয়ে উঠছেন।

‘আস্ক মেন’কে দেওয়া এক সাক্ষাৎকারে শান প্রশ্ন তোলেন,’সংগীতের জ্ঞান কত জনের আছে? আমরা সবাই আমাদের তরফ থেকে সংগীত সম্পর্কে শিক্ষিত করতে পারব না। তবে আমরা এতটুকু করতে পারি,তাদের সামনে ভালো সংগীত পরিবেশন করে, সংগীত সম্পর্কে তাদের ভাবনা ধীরে ধীরে বদলাতে পারি।

তিনি আরো বলেন,আজকাল র‍্যাপ সংগীত এতো জনপ্রিয় কেন?আমাদের মনে হয় গালাগালি দিচ্ছে। তার জন্য? না, তার মধ্যে সংগীতের কোয়ালিটিই নেই। যদি কেউ গান বানায় ‘চার বোতল ভদকা,কাম মেরারোজকা’,সেটা তুমিও গাইতে পারো। ‘আজ ব্লু হ্যায় পানি পানি’, ‘লুঙ্গি ড্যান্স’ তুমিও করতে পারো’।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন