চলতি মাসেই পরিচালক মোহাম্মদ ইকবালের পরিচালনায় রোশান ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘রিভেঞ্জ’ এর শুটিং শুরু হয়েছে। ইতিমধ্যে এই সিনেমার প্রধান দুই শিল্পীর পোস্টারও মুক্তি পেয়েছে।
কেরানীগঞ্জে সিনেমার কিছু দৃশ্যের কাজ হয়। যেখানে অসংখ্য মানুষের সামনে মারপিট করেছেন রোশান। এমন চিত্র তিনি নিজেই শেয়ার করেছেন তার ফেসবুক অ্যাকাউন্টে।
এটি একটি ফাইট ক্লাবের দৃশ্য ছিল। দৃশ্যটি উপভোগ করতে আসে স্থানীয় লোকেরা। এছাড়া সেখানে উপস্থিত দর্শকদের মাঝে দেখা যায় চিত্রনায়িকা বুবলীকেও।
পরিচালক ইকবালের মতে, দর্শকরা এই ছবি দেখলে বুঝতে পারবে তিনি কিভাবে ছবিটি বানিয়েছেন। পুরোটাই একদম হলিউড স্টাইলে নির্মিত হচ্ছে সিনেমাটি। ২০ জুন অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন পরিচালক। যেখানে উপস্থিত ছিল দুই হাজার লোক।
রোশান ও বুবলী ছাড়াও এই সিনেমায় প্রধান ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা মিশা সওদাগরকে।