বলিউড তারকাদের হলিউডে কাজ করা নতুন কোনো বিষয় নয়। এর আগেও বহু অভিনেতা-অভিনেত্রী হলিউডে কাজ করেছেন এবং প্রশংসিত হয়েছেন। এদের তালিকায় এবার নাম লেখালেন বলিউডের শক্তিমান অভিনেতা জ্যাকি শ্রফ।
কিছুদিন আগে তিনি সালমান খানের সাথে ‘রাধে : ইউর মোস্ট ওয়ান্টেড ভাইজান’ ছবিতে অভিনয় করেছেন।
ফিল্মেফয়ারের প্রতিবেদন অনুযায়ী, জনপ্রিয় সংগীতশিল্পী স্লো জয়ের জীবনী অবলম্বনে হলিউডে একটি সিনেমা নির্মাণ হতে চলছে এবং তাতে অভিনয় করতে যাচ্ছেন জ্যাকি শ্রফ। স্লো জয় পৃথিবীর নানা দেশ নিয়ে কবিতা এবং গান লিখতেন। যার জনপ্রিয়তা ছিল অনেক। সিনেমাটি প্রযোজনা করছেন সিঙ্গাপুরের নির্মাতা শ্রেয়শি সেন।
করোনার কারণে এখনো ছবির শুটিংয়ের তারিখ নির্ধারণ হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলেই ফ্র্যান্সের প্যারিস, ভারতের গোয়া এবং কোনাকিতে সিনেমার শুটিং হবে। ৪টি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। ভাষা গুলি হল হিন্দি, ইংরেজি, ফ্রেঞ্চ এবং কোনাকি।