শোকাহত চঞ্চল চৌধুরী

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। স্কুল জীবনে থাকতেই পড়াশোনার পাশাপাশি শিক্ষকতা পেশা শুরু করেছিলেন। ছাত্রজীবন থেকেই টিউশনি করাতেন। পরিবারের অর্থনৈতিক সমস্যা এবং নিজের পায়ে দাঁড়ানোর উদ্যোগেই টিউশন শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে শিক্ষাজীবন শেষ করেই শিক্ষকতা পেশায় নিযুক্ত হন। বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন তিনি। সহকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে তিনি আজ ফেইসবুকে পোস্ট করে এসব কথা জানালেন।

চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘পাভেল স্যারের অকাল প্রয়াণের সংবাদটি এখনও বিশ্বাস করতে পারি না। বারবার মনে পড়ে ধানমন্ডি, শংকরের সেই চায়ের দোকান…… পহেলা বৈশাখ….. রবীন্দ্র নজরুল জয়ন্তী, ১৬ ডিসেম্বর, ২৬শে মার্চ, ২১শে ফেব্রুয়ারি, ২৫শে মার্চের রাতভরা অনুষ্ঠান মালা… নবীন বরণ… কত কত স্মৃতি। পাভেল স্যার সব কিছুর ঊর্ধ্বে। ‘

শোকাহত চঞ্চল চৌধুরী আরও লেখেন, ‘সহকর্মী, বন্ধু পাভেলের চলে যাওয়া যেমন ব্যথিত করে আমাকে, সেই সাথে মৃত্যুকে ক্রমশঃ বিশ্বাস যোগ্য করে চলে প্রতিদিন।’

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন