বলিউড অভিনেত্রী কাজল আগারওয়াল সম্প্রতি তার ইনস্টাগ্রামে কালো শাড়ি পরে ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় যেনো ঝড় তুলে দিয়েছেন। ফ্যাশনের দিক থেকে সর্বদা তাকে আকর্ষণীয় লাগে যেকোনো পোশাকে। সোশ্যাল মিডিয়ায় রেড কার্পেট থেকে শুরু করে যেকোনো ইভেন্টে তার স্টাইল নেটিজনদের আলোচনায় দেখা যায়।
সাম্প্রতিক তার শেয়ার করা ছবি গুলো ঝড়ের মতো নেটিজনদের মাঝে ছড়িয়ে পরছে। ছবিতে তাকে দেখা যাচ্ছে কালো রঙের ফুল প্রিন্ট করা শাড়ি সেই সাথে যুক্ত করেছেন পূর্ণ হ্যান্ড ব্লাউজ। কাজল বর্তমানে তার আসন্ন ‘আচার্য’ ছবিটির শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন। ছবিটি টলিউডের অন্যতম প্রত্যাশিত সিনেমা। কয়েকদিন আগে এই ছবিটির টিজার প্রকাশিত হয়েছিল তবে টিজারটিতে কাজল বা অন্যান্য চরিত্রের কাউকেই দেখা যায় নি। তবে নেটিজনদের ধারণা খুব শীঘ্রই তার এই ছবিতে তার চেহারা নির্মাতারা প্রকাশ করবেন।