রোশান পরীর ‘মুখোশ’ উন্মোচন মার্চে

পরীমনি ও রোশান অভিনীত ‘মুখোশ’ সিনেমা মুক্তি পাবে আগামী ৪ মার্চ। তরুণ নির্মাতা ইফতেখার শুভর ‘মুখোশ’ সিনেমাটি ‘পেইজ নাম্বার ফোরটি ফোর’ নামের একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার-এর খবর অনুযায়ী, ‘পেইজ নাম্বার ফোরটি ফোর’ উপন্যাস ইফতেখার শুভর নিজেরই লেখা। এই সিনেমার চিত্রনাট্য সংলাপ ও পরিচালনাও করছেন তিনি নিজেই।

পরীমনি, রোশান, মোশাররফ করিম ছাড়াও সিনেমাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারিক স্বপন, ইলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার পরিবেশনার দায়িত্বে রয়েছে কপ ক্রিয়েশন। প্রযোজনা করেছে ব্যাচেলর ডট কম (বিডিসি)।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন