যে কারণে রণবীরের প্রেম টেকেনি

বলিউডে দীর্ঘ সময় কাটিয়েছেন রণবীর কাপুর। সিনেমায় অভিনয় করে প্রশংসা যেমন পেয়েছেন, কুড়িয়েছেন সমালোচনাও। তারমধ্যে উল্ল্যেখযোগ্য একাধিক প্রেমের সম্পর্কে জড়ানো। রেখা, মহেশ ভাট, নারগিস ফাখরির মতো অনেকেই রণবীরের প্রশংসা করে তার নাম দিয়েছেন ‘লেডিজ ম্যান’। নিজের অভিনীত প্রায় প্রতিটি ছবির নায়িকার সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল এমন গুঞ্জন রটেছে। কিন্তু প্রমাণ মিলেছে দুবারের প্রেম সম্পর্কে। দীপিকা পাডুকোন এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে সে সম্পর্কের কথা নিয়ে এখনো গরম বলিউড। তবে এখন অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তার প্রেম। প্রায় দুবছর ধরে প্রেম চলেছে। এই সম্পর্ক নিয়ে তাদের পরিবার এবং অনুরাগীরা খুব খুশি।

তবে কেন তার আগের সম্পর্ক টিকলো না? এ নিয়ে মুখ খুলেছেন অভিনেতার মা অভিনেত্রী নীতু কাপুর। হিন্দুস্তান টাইমস-এর তথ্য অনুযায়ী, তিনি জানিয়েছেন যে রণবীর আদতে খুবই নরম মনের একজন মানুষ। চট করে কোনো মানুষকে আঘাত করতে পারে না সে। সহজে মেয়েদের ‘না’ বলতে পারে না। রণবীরের আগের সব সম্পর্কের ক্ষেত্রে এমনই কিছু হয়েছিল বলে মত নিতুর। তিনি আরও বলেন, হয়তো রণবীর নিজেও চাইছে না, তবু সে সম্পর্কে থেকে গিয়েছিল, হয়তো কষ্ট দিতে পারবে না বলেই। মা হয়েও এসব দেখে তিনি কিছু করতে পারতেন না বলেও জানিয়েছেন তিনি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন