শাহরুখ খান, বলিউডের বাদশা। তার নামের আশেপাশে যেকোনো বিশেষণই তাকে ছোট করে দেয়। অভিনয়ের দক্ষতা এবং রুচিশীল ব্যক্তিত্ব দিয়ে ২৫ বছর ধরে রাজত্ব করে আসছেন দর্শকের হৃদয়ে। অন্যের ভালো কাজকে সম্মান দিতে কার্পণ্য করেন না এ মেগা স্টার। এবার নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয় দক্ষতার প্রশংসা করে সে প্রমাণ দিলেন।
ছোট পর্দার ‘দ্য কপিল শর্মা শো’তে অতিথি হিসেবে এসে সহ-অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির ভূয়শী প্রশংসা করলেন তিনি। বললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি তার চাইতেও অনেক বড় মাপের অভিনেতা। শুধু এটুকুতে না থেমে তিনি আরও যোগ করেন, ‘একটুও বিনয় না করেই বলছি নওয়াজ ভাইয়ের মতো অত উঁচুদরের অভিনেতা আমি নই। শুধু তাই না, নওয়াজ নিজেও জানেন না উনি কতটা স্পেশ্যাল। নিজে ২৫ বছরের ওপর অভিনয় করছি বলেই এই কথা আরও জোর দিয়ে বলতে পারছি আমি। হয়তো বলিউডে নওয়াজের তুলনায় আমি অনেকটাই সিনিয়র। কিন্তু যখন অভিনয় ক্ষমতার কথা আসে তখন নওয়াজ আমাকে ছাপিয়ে বহুদূর এগিয়ে যান।’
২০১৭ সালে ‘রইস’ সিনেমায় ‘কিং খান’ এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি একসঙ্গে কাজ করেছিলেন।