সেই খুনি ‘দা সার্পেন্ট’ ফিরে এসেছে!

শহরে একের পর এক নারী খুন হচ্ছে। কিন্তু খুনি সবার নাগালের বাইরে। যেসব নারীরা খুন হচ্ছেন তারা সবাই বিকিনি পরিহিত ছিলেন তাই খুনিকে অনেকে ‘বিকিনি কিলার’ বলে ডাকা শুরু করল। আর খুনের ধরণ এবং খুন শেষে সরীসৃপের মত মসৃণ পথে পালানোর কায়দার কারণে খুনিকে কেউ কেউ ‘দা সার্পেন্ট’ নামে ডাকা শুরু করলো। এরপর জীবনের বিভিন্ন বাঁকে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে অপরাধ জগতে কুখ্যাত হয়ে ওঠে সেই খুনি। শুনতে গল্পের মত লাগলেও এটি একটি সত্য ঘটনা। ১৯৭৫ থেকে ২০০০ সাল পর্যন্ত এই খুনের ঘটনাগুলো যিনি ঘটিয়েছেন তার আসল নাম চার্লস শোভরাজ।
আর এই শ্বাসরুদ্ধকর বাস্তব ঘটনাটি অবলম্বনে তৈরি নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ ’দা সার্পেন্ট’। দুর্দান্ত গতিময় এবং উত্তজনাকর এই গল্পে চার্লস শোভরাজ চরিত্রে অভিনয় করা তাহার রহিম নজর কেড়েছে দর্শকের। তাহার রহিম ছাড়াও এই গল্পে দেখা যায় বিলি হাউল, জেনা কোলম্যান, এলি ব্যাম্বার, মাথিল্ডে ওয়ার্নিয়ার প্রমুখকে।
আট পর্বের এই সিরিজটির গল্প লিখেছেন রিচার্ড ওরলো এবং টবি ফিনলে। পরিচালনা করেছেন টম শ্যাঙ্কল্যান্ড ও হ্যান্স হারবটস।

ক্রাইম থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজটি সহজেই জয় করে নিয়েছে দর্শকের মন।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন