যেমন শ্বশুর তার তেমন বউ মা

টলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী নাচের গুরু ‘এমজি’ যার ‘আই এ্যামে ডিস্কো ড্যান্সার’ গানের দিওয়ানা এখনও ইন্ডাস্ট্রি। এই অভিনেতার একমাত্র ছেলের বউ যেনো তারই মতো নাচে দিওয়ানা।
প্রায়ই এই অভিনেত্রী মাদালসা নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলের বউ বলে কথা আর তারই মতো সমান তালে না চললে কি হবে? মোটেও না,এ যেনো ঠিক যেমন শ্বশুর তার তেমন বউ মা।

সম্প্রতি এই অভিনেত্রী তার মায়ের সাথে ‘সেক্সিব্র্যাক’ গানের তালে নাচ করা একটি ভিডিও শেয়ার করলেন তার ইনস্টাগ্রামে। মা মেয়ের এ জুটি প্রায়ই তাদের নাচের ভিডিও এমনকি ‘টিকটক’ ভিডিও শেয়ার করে থাকেন। মাদালসার মা তিনিও একজন টেলিভিশন পর্দার পরিচিত মুখ অভিনেত্রী শীলা শর্মা। ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “এই হলাম আমি, এই যে আমার মা,আর এই আমাদের নাচ পাওরি হচ্ছে।”

ছবিতে দেখা যাচ্ছে দুজনেই কালো রঙের একটি পাশ্চাত্য পোশাক পরে আছেন । ‘পাওরি’ ট্রেন্ডের সঙ্গে সমান তালে নানা অঙ্গভঙ্গীর এই দৃশ্য যেনো নেটিজনদের আনন্দ দেওয়ার জন্যই করা।

২০১৮ সালে অভিনেতা মিঠুন চক্রবর্তীর একমাত্র ছেলে মিমোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন মাদালসা তবে বিয়ের ঠিক আগ মূহুর্তে জানা যায় মিমোর বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগ আনে। তবে পরবর্তীতে বিয়ে হওয়ার সম্ভাবনা বন্ধ হয়ে যায়। বিয়ে করবেন না বলে মাদালসা মতামত দেন তবে ঘটনার কিছুদিন পরেই অনুষ্ঠান করে মিমো-মাদালসার বিয়ের কাজ সম্পর্ণ হয়।

বর্তমানে এই অভিনেত্রী টেলিভিশনের পর্দায় স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘পার্বতী’ নাটকে কাভিয়া চরিত্রে অভিনয় করছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন