যীশু-আলিয়ার সেলফি দেখে অবাক সবাই!

বর্তমানে ‘আরআরআর’ সিনেমার কাজে হায়দ্রাবাদে রয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। ‘আরআরআর’ সিনেমায় তাকে ‘সীতা’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর সেখানেই একটি কাজের জন্য গিয়েছেন টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত। সেখানে জিম সেশনের মাঝে দেখা গিয়েছে এই তারকা জুটিকে। সাক্ষাতের একটি সেলফি ২৪ জুলাই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যীশু।

অন্যদিকে টলিউডের পাশাপাশি বলিউডেও অভিনয় করছেন যীশু। বিদ্যা বালান, রানি মুখার্জির স্বামীর চরিত্রে যেমন অভিনয় করেছেন, তেমনই করেছেন আলিয়ার বাবার চরিত্রেও। সঙ্গে কঙ্গনারও তিনি খুব পছন্দের! তাই ঝাঁসির রানি-র পর থ্যালাইভি-তেও দেখা যাবে তাকে। মহেশ মঞ্জারেকর পরিচালিত ‘অন্তিম’ দিয়ে ঢুকে পড়েছেন সালমানের ক্যাম্পেও।
এদিকে, বাংলা ছবির মধ্যে যীশুর ‘বাবা বেবি ও’ এবং ‘ অভিযান’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সঙ্গে রিয়েলিটি শো-র সঞ্চালনা তো আছেই। আপাতত ‘ডান্স ডান্স জুনিয়র’ সিজন ২-র হোস্টের ভূমিকায় তাকে দেখা যাচ্ছে। সেটা শেষ হলেই শুরু হবে ‘সুপার সিঙ্গার’ সিজন-২। সেখানেও থাকছেন তিনিই।

করোনা পরিস্থিতির সময়ও মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এই অভিনেতা। বেড, আর্থিক সহায়তা করছেন অনেক।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন