মুক্তির অপেক্ষায় ওয়েব সিরিজ “আয়ত্তি”

বাংলা ভাষায় নির্মিত অস্ট্রেলিয়ার বিভিন্ন লোকেশনে এবং হলিউড ও বাংলাদেশী তারকা দ্বারা তৈরি ওয়েব সিরিজ “আয়ত্তি” মুক্তির অপেক্ষায়। স্বদেশ এন্টারটেইন্টমেন্ট থেকে নির্মিত এ ওয়েব সিরিজে অভিনয় করেছেন সাইফুল্লাহ সাদী, তাজজি হোসেন, রূপন্তি আকিদ, শাওন অরিজিৎ, তাকাশি হারা, এডি টুকারম্যান, এ্যাইডেন ম্যাকেঞ্জি, লামন্ট মালিশোস, ওয়ারেন ডেবেরস, ফয়সাল চৌধুরী, মারিয়া ট্রান, ববি লি, মাসুদুর রহমান, জেসমিন ভ্যানডেনবার্গ, লিব্বি মিলার, ইমরান, এনামুল হক, সারিয়া আকবর ইভা প্রমূখ।

ওয়েব সিরিজটির গানের সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। এটি নির্মাণে সার্বিক সহযোগিতা করেছেন মাহফুজ আহমেদ।

২৯ মে স্বদেশ এন্টারটেইন্টমেন্ট এর ইউটিউভ চ্যানেলে ‌”আয়ত্তি” এর ট্রেইলার সম্প্রচারিত হয়। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন জায়েদ রিজওয়ান এবং প্রযোজনা করেছেন ফয়সাল আজাদ।

‘আয়ত্তি’ প্রসঙ্গে ফয়সাল আজাদ বলেন, বিশ্বে এখন এক মঞ্চে বিনোদনের প্রতিযোগিতা হচ্ছে। বিশেষ করে ইউটিউব কেন্দ্রিক যে ওয়েব সিরিজ, সেখানে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হয়। সেই বিবেচনায় বাংলাদেশি ওয়েব সিরিজ যাতে পিছিয়ে না পড়ে, সেই প্রচেষ্টায় নির্মাণ করা হয়েছে ‘আয়ত্তি’।


শীঘ্রই “আয়ত্তি” প্রচারিত হবে স্বদেশ এন্টারটেইন্টমেন্ট এর ইউটিউভ চ্যানেলে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন