মিষ্টি হাসির রেখায় যেনোএখনো রোজী

জনপ্রিয়তার শীর্ষে এখনও যার অবস্থান টিকে আছে তিনি আমাদের কালজয়ী নায়িকা অভিনেত্রী শামীমা আখতার রোজী। আজ ৯ই মার্চ তার ১৪তম মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালে ৯ই মার্চ তিনি বাংলা চলচ্চিত্র ও আমাদের ছেড়ে চিরতরে বিদায় নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন চিরতরে। অভিনেত্রীর প্রতি রইলো আমাদের বিনোদন জগতের পক্ষে থেকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। সাংস্কৃতিক পরিবারের সন্তান ছিলেন তিনি।তার পিতা সৈয়দ ওয়লীউলাহ্ ছিলেন একজন সাহিত্যিক। মা ছিলেন চল্লিশ দশকের জনপ্রিয় অভিনেত্রী আখতারা বেগম। রোজী অসংখ্য ব্যবসা সফল, হিট-সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। তার হাসি কেড়ে নিতো দর্শকের মন। যেকোনো চরিত্রের সাথে অভিনয় করতে তিনি স্বাচ্ছন্দবোধ করতেন। চলচ্চিত্র ছাড়া তিনি বেতার ও টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা ও পরিচালনা করেছেন। তার নিজস্ব নামে একটি প্রতিষ্ঠান ও ছিলো ‘রোজী ফিল্ম’। অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরষ্কার থেকে শুরু করে অসংখ্য পুরষ্কার পেয়েছিলেন। তার অভিনয়ের দক্ষতায় বাংলা চলচ্চিত্রে এখনো তার জায়গায় তিনি অন্যতম।বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আজীবন তিনি সবার স্মরণে স্মৃতি হয়ে জেগে থাকবেন। এই গুণী শিল্পীর প্রতি রইলো অনেক শ্রদ্ধা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন