বদলে যেতে পারে “গাঙ্গুবাঈ কাঠওয়াড়ী সিনেমার নাম।

গাঙ্গুবাঈ কাঠওয়াড়ী ট্রেইলারটি মুক্তি পেয়েছে। ট্রেইলার মুক্তি হওয়ার পর থেকেই সিনেমায় আলিয়ার লুক এবং সল্প কাহিনি চিত্র দেখ নেটিজনদের প্রশংসা পেয়েছে ব্যাপক। তবে একের পর এক মুসিবত যেনো লেগেই আছে।মুক্তির পাওয়ার আগেই নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পরিচালক সঞ্জয়লীলা বানসালীর। সঞ্জয়লীলা বানসালীর স্বপ্নের প্রজেক্ট বলে তিনি জানিয়েছিলেন। শুটিংয়ের চলাকালীন সময় গুলোতে সঞ্জয়লীলা বানসালীর করেছেন কঠোর পরিশ্রম। সিনেমাটির কাহিনিতে তুলে ধরা হয়েছে মহারাষ্ট্র শহরের ১৯৫০ শতকের সময়কালীন চিত্রের বৈচিত্র্য। তবে মহারাষ্ট্র শহরের জনগণের মতে সিনমায় মহারাষ্ট্র শহরের ভুল চিত্র তুলে ধরেছেন বলে জানিয়েছেন। অপরদিকে এই ছবির পরিচালক ও সঞ্জয়লীলা বানসালীর করোনা পজিটিভ দেখা দিয়েছে। শুটিংয়ের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।এবং টিমের বাকি সবাইকে করোনা টেস্ট করতে হবে বলে জানিয়েছেন। এই ছবির মুখ্য চরিত্র আলিয়া ভ্যাটের টেস্ট করতেও হতে পারে। মহারাষ্ট্র কংগ্রেস এম.এল.এ আমীন বলেছেন এই ছবির নাম পরিবর্তন করতে হবে,না হয় মহারাষ্ট্র শহরের পক্ষে থেকে আইনি নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন। ছবি মুক্তির আগেই একের পর একের মুসিবত যেনো লেগেই আছে “গাঙ্গুবাঈ কাঠওয়াড়ী।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন