মিটিংয়ের কথা বলে মদ্যপানের প্রস্তাব

মিটিংয়ের কথা বলে মদ্যপানের প্রস্তাব দিয়েছেন এক পরিচালকের বিরুদ্ধে এমনি অভিযোগ করেছেন মডেল-অভিনেত্রী মারিয়া মিম। যদিও তিনি পরিচালকের নাম একবারও উল্লেখ করেননি। একজন মডেল-অভিনেত্রীর পরিচয় ছাড়াও মিমের আরেকটি পরিচয় রয়েছে, তিনি অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী।

২৫ জুন সকাল ৬টায় ফেসবুকে মারিয়া লেখেন, ‘আমার লাইফে সেরা একটা ইডিয়ট ডিরেক্টর, যে দুই চারটা কাজ করে নিজেকে সেই লেভেলের ডিরেক্টর ভাবে। মিটিংয়ে নামে বলে হুইস্কি (মদ) খাবা? উনার নাকি চরিত্রই এমন সবার সঙ্গে প্রেম করে বেড়ায়।’

নাম না উল্লেখ করা সেই পরিচালকের উদ্দেশ্য মিমি বলেন, ‘ভাই! তোর যদি মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি। এত… করার কি আছে? তুই কি সবাইকে ছোটলোক শিল্পী মনে করিস নাকি? ৩-৪ লাখ টাকার প্রজেক্ট করে খুব… ফালায় দিবি। তোদের মতো নর্দমা মিডিয়ায় কেন? মেয়েগুলো কেন তোদের বয়কট করে না।’

এর আগে মারিয়ার অন্তঃসত্ত্বা লুকের কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করায় বেশ আলোচিত হয়েছিলেন তিনি। পরে তিনি পোস্ট করে জানান, একটি বিজ্ঞাপনের কাজের জন্য তাকে গর্ভবতী মায়ের চরিত্র অভিনয় করতে হয়েছে। বিষয়টি ভালো লাগায় তাই নিজের ওয়ালে শেয়ার করেছিলেন।

বর্তমানে মারিয়া মডেলিং, বিজ্ঞাপন ও সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। পাশাপাশি ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে অভিনয় করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন