মা হলেন শ্রেয়া ঘোষাল

গায়িকা শ্রেয়া ঘোষাল ৪ই মার্চ টুইটারে জানিয়েছিলেন তিনি মা হতে চলছেন। তিনি লেখেন, ‘শ্রেয়াদিত্য আসার পথে।’ স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে ট্যাগ করে লিখেছিলেন, ‘আমি ও শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে ভীষণ আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলছে। আপনাদের আর্শিবাদ ও শুভকামনা আমাদের প্রয়োজন।’

এবার অপেক্ষার সমাপ্তি হলো। ২২ মে পুত্র সন্তানের মা হলেন কণ্ঠের জাদুকরী শ্রেয়া ঘোষাল। গায়িকা নিজেই এই সুখবর দিলেন ইন্সটাগ্রামে।

শ্রেয়া লিখেছেন, ‘সৃষ্টিকর্তার ভালোবাসায় শনিবার দুপুরে আমাদের পুত্র সন্তান হয়েছে। এমন অনুভূতি আগে কখনও হয়নি। শিলাদিত্য ও আমি ভীষণ খুশি। খুশি আমাদের পরিবারও। ‘

এছাড়াও শ্রেয়া তার পুত্র সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন