“মায়ের আদর্শকে নিজের সন্তানের মধ্যে সঞ্চারিত করতে চাই”

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি বর্তমানে বড় পর্দায় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন।বর্তমানে সনি মাক্স চ্যানেলে ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার থ্রি ‘ রিয়েলিটি শো এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ।তবে খুব শীঘ্রই ‘চ্যাপ্টার ফোর’ শুরু হতে যাচ্ছে এবং এর ট্রেলার প্রকাশিত হয়েছে চ্যানেলের পর্দায়।

শিল্পাকে ‘ফিটনেস কুইন’ও বলা হয়ে থাকে। নিজের স্বাস্থ্যের প্রতি তিনি খুব সচেতন থাকেন। নিয়মিত যোগব্যায়াম করেন। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হেলথকেয়ার টিপসও সকলের কাছে শেয়ার করে থাকেন এই অভিনেত্রী।

গত বছর রাজ-কুন্দ্রার জীবনে তাদের দ্বিতীয় সন্তান সমিশা পৃথিবীতে আসেন। সম্প্রতি কলকাতার আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “মা আমাকে আর শমিতাকে যে আদর্শ ও মূল্যবোধ দিয়ে বড় করেছেন, সেটা যেন সন্তানের মধ্যেও আমি সঞ্চারিত করতে পারি”।
তিনি আরও জানিয়েছেন খুব শীঘ্রই বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন