মালদ্বীপে কি করেছে জাহ্নবী কাপূর

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও বনি কাপূরের একমাত্র কন্যা জাহ্নবী কাপূর। বেশকিছু দিন আগে এই অভিনেত্রীর ‘রুহি’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটি বক্স অফিসেও জায়গা করে নিয়েছে। এই সিনেমায় জাহ্নবী কপূর ছাড়াও অভিনয় করেছেন অভিনেতা রাজকুমার রাও ।

মালদ্বীপে ভ্যাকেশনে আছেন এই অভিনেত্রী এবং সঙ্গে রয়েছেন তার বন্ধুরা। মালদ্বীপে গিয়েই এই অভিনেত্রী শেয়ার করলেন খোলামেলা পোশাক পরা ছবি। রঙিন মনোকিনি পোশাকে ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। এই বার অন্যভাবে ক্যামেরায় ছবি প্রকাশ করলেন অভিনেত্রী। সাঁতার পোশাকেও ছবি পোস্ট করেছে এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি দুটিতে দেখা যাচ্ছে রঙিন সাঁতার পোশাক পরা অবস্থায়। প্রথম ছবিতে দেখা যাচ্ছে খোলাচুলে এবং দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে দু-পাশে বিনুনি করা ছবি। দুটি ছবিই যেনো অনুরাগীদের উদ্দেশ্য করে পোস্ট করেছেন এই অভিনেত্রী।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন