মস্কিষ্কের রক্তক্ষরণে মারা গেলেন টেলিভিশন অভিনেতা শামীম ভিস্তি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২২ অক্টোবর ভোর ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামীম। তার মৃত্যুর খবরটি অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন টেলিভিশন নাটক অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। জানিয়েছেন, শামীমের মৃত্যুর কারণ ব্রেইন স্ট্রোক। শরীর হঠাৎ খারাপ লাগায় এবং বারবার বমি করার কারণে মধ্যরাতের পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আহসান হাবিব নাসিম বলেন, “শামীম ভিস্তি ভাইয়ের প্রথম জানাজা হলো বেলা ১১টা ৩০ মিনিটে মিরপুরে উনার বাসার সামনে। দ্বিতীয় জানাজা হলো বাদজুমা মিরপুর-১ আকবর মসজিদে। তারপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।’’
অভিনয়শিল্পী সংঘের সদস্য শামীম টেলিভিশনের পাশাপাশি মঞ্চ ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি দেশের পুরনো নাট্যদল নাট্যচক্রের সদস্য।